নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিত
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শূন্যপদে উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সীমানা জটিলতা নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় এই নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ এই ওয়ার্ডে উপ-নির্বাচন হওয়ার কথা ছিলো।
বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি জানান, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সীমানা জটিলতায় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা চলমান থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।