ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভোক্তা অধিকার  অধিদপ্তরের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভোক্তা অধিকার  অধিদপ্তরের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মূল্যে তালিকা না থাকা ও মেয়াদোর্ত্তীণ পণ্য পাওয়ার অপরাধে ইসলাম মেডিকেল হলকে নয় হাজার টাকা, মেডিসিন হাউজকে দুই হাজার টাকা, মা মেডিকেল হলকে ছয় হাজার টাকা, তালুকদার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে চার হাজার টাকা ও গৈলা বাজারে ফার্দিন পোল্ট্রি হাউজকে দুই হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে দুই হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকান মালিককে তিন হাজার টাকাসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।