নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অবৈধ ইটভাটা মালিকের কারাদণ্ড, দুজনের ৮ লাখ টাকা জরিমানা
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা চালানোয় এক মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন আরও দুজনকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে এসব রায় দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী।
১০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মেসার্স আরবিসি ব্রিকসের মালিক। এছাড়া উপজেলার পশ্চিম ভংগা গ্রামের মেসার্স আলম ব্রিকস-১ এর মালিক মো. বাকুল্লা হাওলাদারকে চার লাখ এবং মেসার্স আলম ব্রিকস-২ এর মালিক মো. রুবেল হোসেনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি ইটভাটার কিলন, চিমনি। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমান কাঁচা ইট।
দণ্ডিত আসামিকে উপজেলার কাজিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে উপ-পরিচালক আরও বলেন, অভিযানে বরিশাল জেলা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও হিজলা উপজেলার ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে।