ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে জ্ঞানের পাঠশালায় ব্যাপক আয়োজনে বসন্ত উৎসব পালিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী জ্ঞানের পাঠশালা কর্তৃক ব্যাপক আয়োজনে বসন্ত উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মূল্যবোধ ও অবক্ষয় রোধে দেশীয় সাংস্কৃতির মাধ্যমে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে ও কুসংস্কার মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উজিরপুরে প্রত্যন্ত অঞ্চলের এক ঝাঁক তরুণ তরুণী মিলে গড়ে তুলেছে ব্যতিক্রমধর্মী জ্ঞানের পাঠশালা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

তারই ধারাবাহিকতায়,
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য রাইসা রহমান উর্মি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ আরিফ মোল্লা এর পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানটির সভাপতি লামিয়া রহমান ডালিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির, বরিশাল আব্দুর রব সেনিয়াবাত টিচার ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জয় গোলদার,গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক হোসনে জাহান আরা ইরানি, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, গুঠিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মাসুদ পারভেজ,সরকারি বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ হালদার, মেহের নিগার বালিকা বিদ্যালয়ের সভাপতি লায়লা মাহমুদা লিলি, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাজী আফিফা আক্তার, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনিসুল হক খান,সরকারী শিক্ষক আরজু মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.ন.ম. লুৎফুর রহমান ও প্রমুখ।