নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৮২ : বহিষ্কার ২।
বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এদিকে প্রথম দিন বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬৮২ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বৃহস্পতিবার প্রথম দিন বিভাগের ৬ জেলার ১৯৬টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৭৫৫ জন।
এর মধ্যে বিভিন্ন কারণে ৬৮২ জন অনুপস্থিত ছিল। সর্বাধিক ১৭৬ জন বরিশালে, ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ এবং ঝালকাঠি জেলায় অনুপস্থিত ছিল ৫৫ জন।
এদিকে, পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।