ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৫

বরিশাল জেলার উজিরপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুত্বর আহত হয়েছে।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার শিকারপুর বাজার থেকে ঘন্ডেসর গ্রামের মোঃ শাহাবুদ্দিন সেরনিয়াবাদের ছেলে মোটরসাইকেল চালক মোঃ সাইমন সেরনিয়াবাদ (২৬),ভরসাকাঠী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে মোঃ সোবাহান হাওলাদার (৪৫) এবং ইচলাদি থেকে আসা শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের শাকিল মাহমুদ বাচ্চুর ছেলে তুর্য মাহমুদ রাতুল তাড়াহুড়া বটতলা নামক স্থানে পৌঁছলে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন সাইমন, সোবাহান ও রাতুল, আরিফ, রাহাত। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এরমধ্যে রাতুল, সোবাহান ও সাইমন এর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত তুর্য মাহমুদ রাতুল শিকারপুর সরকারি শেরে বাংলা কলেজের ছাত্র। সোবাহান হাওলাদার বামরাইল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। সাইমুন বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।