ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাঙারি দোকানে বিপুল পরিমানে নতুন বই উদ্ধার করল পুলিশ 

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভাঙারি দোকানে বিপুল পরিমানে নতুন বই উদ্ধার করল পুলিশ

ভোলার দৌলতখান থেকে নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজের ভাঙারি দোকানের গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে প্রায় এক হাজার পিস নতুন বই উদ্ধার করি। উদ্ধার হওয়া বইগুলো ২০২৪ শিক্ষাবর্ষের। এগুলো মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশতিনি আরও জানান, বইগুলো কোন মাদরাসা থেকে চুরি হয়েছে সেটার খোঁজখবর নিচ্ছি। এছাড়াও বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করে যাচ্ছি।