ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মালিবাগে এক বহুতল বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। জানা গেছে ওই ভবন মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গৃহকর্মী আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। পিতার নাম মৃত কমল মিয়া। স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায় মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে গেছে এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগের মাধবীলতা ভবনে মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন ওই গৃহকর্মী। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই গৃহকর্মী ছাদের কার্নিশ দিয়ে একা-একা হাঁটছিলেন হঠাৎ নিচে পড়ে যায়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।