ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

বরিশালে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

জানা গেছে- ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে বরিশাল নগরীর গির্জা মহল্লার ঘরোয়া রেস্তোরাঁকে পচা-বাশি খাবার মজুদ ও কাচা-রান্না করা খাবার একসাথে মিশিয়ে পরিবেশন করার অপরাধে দুই লক্ষ টাকা, কাউনিয়া বিসিক শিল্প নগরীর ডেইলি প্লাস বেকারিকে এক লক্ষ টাকা ও নগরীর শেরে বাংলা সড়কের শরীফ বেকারিকে নোংরা পরিবেশ ও খাদ্যে ভেজাল দেয়ার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য বরিশাল জেলা কর্মকর্তা মোঃ গোলাম রাব্বি, অভিযানে সহযোগীতা করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান বলেন, অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা জরিমান করা হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’