নিজস্ব প্রতিবেদক :: মেহেন্দিগঞ্জে বিধবা মাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার অভিযোগ।
মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় বিধবা মা,কে পিটিয়ে বাম পা ও হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে সৎ ছেলে, মেয়ে ও তাদের পরিবারের সহযোগীদের বিরুদ্ধে।
গত শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বিধবা আলো তারা কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিকস বিভাগে রেফার করা।
আলো তারা ওই এলাকার মৃত আব্দুল মতিন শিকদারের স্ত্রী।
আহত আলো তারা জানান, গত সাড়ে চার বছর পূর্বে আব্দুল মতিন শিকদারের সাথে পারিবারিকভাবে আলো তারার বিয়ে হয়।
বিয়ের দাম্পত্য জীবনে তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে।
গত তিন মাস পূর্বে হঠাৎ আলো তারার স্বামী আব্দুল মতিন হার্ট স্ট্রোক করে মারা যায়।
এরপর থেকে আব্দুল মতিনের প্রথম পক্ষের ছেলে ও মেয়েরা- সৎ মা আলো তারার উপর নির্যাতন শুরু করে দেয়। স্বামীর রেখে যাওয়া সম্পত্তি এককভাবে দখল করতে তাকে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করেন। এমনকি আব্দুল মতিনের দ্বিতীয় পক্ষের তিন বছরে অবুঝ সন্তানকে ও হত্যার টার্গেটে অনেকবার কৌশল অবলম্বন করে সৎ ছেলে মেয়েরা।
ঘটনার দিন গত শনিবার দুপুরে সৎ ছেলে ওমর ফারুক ওরফে রুবেল ও তার স্ত্রী লাকি এবং সৎ মেয়ে নাহিদা এবং তাদের সহযোগী আব্দুল আল যুবরাজ সহ একদল সন্ত্রাসী সদ্য বিধবা মা আলো তারা কে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় প্রতিবাদ করলে ওমর ফারুক রুবেল, নাহিদা, লাকি, আব্দুল আল যুবরাজ,সহ অজ্ঞাতনামা কয়েকজন আলো তারার উপর হামলা চালিয়ে তার বাম পা ভেঙ্গে দেয়।
আলো তারা আরো জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার সৎ ছেলে মেয়েরা তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাকে একাধিকবার নির্যাতন করে চাপ প্রয়োগ করেন। আমি যাতে বিচার পেতে পারি আপনাদের মাধ্যমে, এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষে কামনা করছি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।