ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কাঁঠালিয়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্র আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার প্রবাসী মনির হোসেন ঘরামীর ঘরে ডাকাতি মামলার মালামালসহ তিন আসামীকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। গত সোমবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে থানার এসআই মো.রিয়াজ রহমান, এসআই মো.ইমরান, এসআই প্রকাশ গুহ, এএসআই মাসুম বিল্লাহ এবং কনষ্টেবল (২৭৮) মোঃ রাসেলের নেতৃত্বে খুলনার খালিশপুর থানার পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত্যু মনেচ হাওলাদারের ছেলে মো.শাহ আলম হাওলাদার (৫২), ঝালকাঠির কাঠালিয়া থানায় মামলা নং-৫, তারিখঃ ১৫/০২/২০১৫ ইং, জি আর নং -১৫, ধারা নং ৩৯৫/৩৯৬/৪১২ এ ১২ বছর সাজাপ্রাপ্ত। বরগুনার আমতলী থানায় মামলা নং ২৯ তারিখঃ ২৪/১০/২০১৬ ইং, ধারা নং ৩৯১৯/৪০২ পেনাল কোড। আমতলী থানায় মামলা নং ৩২ তারিখঃ ২৪/১০/২০১৬ ইং, ধারা নং ১৯(ধ)/১৯(ভ), আমতলী থানায় মামলা নং ৩১ তারিখঃ ২৪/১১/২০১৬ ইং, ধারা নং ১৪৭/১৪৮/১৪৯/৩৫৩/৩৩২/৩৩৩/৩৩৪। বরগুনা সদর থানায় মামলা নং ৫ তারিখঃ ০২/০৮/২০১৬ ইং ধারা ৩৯৫/৩৯৬ পেনাল কোড বিজ্ঞ আদালতে বিচারাধীন। একই গ্রামের আঃ রাজ্জাক বয়াতীর ছেলে পান্না বয়াতী (৩২), ঝালকাঠির কাঠালিয়ায় মামলা নং -৫ তারিখঃ ১৫/০২/২০১৫ ইং, জি আর নং ১৫, ধারা নং ৩১৯৫/৩৯৭/৪১২, এ মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত। বরগুনার বেতাগী থানায় মামলা নং ৩, তারিখঃ ০২/০৮/২০১৯ ইং, ধারা নং ৩৭৯, বিজ্ঞ আদালতে বিচারাধীন। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার তুষখালী গ্রামের মৃত্যু আঃ হাকিম খানের ছেলে মো.নুরন্নবী (৩৯)। কাঠালিয়া থানায় মামলা নং ৬, তারিখঃ ০৭/০২/২০২৪ ইং, ধারা নং ৩৯৫/৩৯৭। পটুয়াখালী কলাপাড়া থানায় মামলা নং ২৮, তারিখঃ ২৬/১০/২০২২ ইং, ধারা নং ৩৯৫/৩৯৭। বরগুনার পাথরঘাটা থানায় মামলা নং ১৩/১১৮, তারিখঃ ২০/০৬/২০২২ ইং, ধারা নং ৩৮৪ পেনাল কোড, বিজ্ঞ আদালতে বিচারাধীন। মোঃ রুবেল হাওলাদার পিং মোঃ শওকত আলী হাওলাদার, সাং সাগরকান্দা থানা: নেছারাবাদ স্বরূপকাঠি, জেলা পিরোজপুর। রাজাপুর থানায় মামলা নং ৯, তারিখঃ ২০/১২/২০২২ ইং, জি আর নং ১৪৭, ধারা নং ৩৯৫/৩৯৭। ঝালকাঠির সদর থানায় মামলা নং ২০/১২, তারিখঃ ২২/০৬/২০১২ ইং, ধারা নং ৩৯৯/৪০২। কাঠালিয়া থানায় এফ আই আর নং ০৬, তারিখঃ ০৭/০২/২০২৪ ইং, জি আর নং ১১, ধারা নং ৩৯৫/৩৯৭। মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় মামলা নং ৪৫, তারিখঃ ২৬/০৩/২০২৩ ইং, জি আর নং ১১৫, ধারা নং ৩৯৫/৩৯৭। ফেনী সোনাগাজী থানায় মামলা নং ১, তারিখঃ ১/১১/২২ ইং, জি আর নং ২৭০, ধারা নং ৩৯৫/৩৯৭। বরগুনা সদর থানায় মামলা নং ১৯/৩৯৩, তারিখঃ ২১/১২/১৯ ইং, জি আর নং ৩৯৩, ধারা নং ৩৯৯/৪০২। পিরোজপুর ইন্দুরকান্দি থানায় মামলা নং ৫, ধারা নং ৩৯৫/৩৯৭। বরগুনার বামনা থানায় মামলা নং ৪, তারিখঃ ০৩/১১/১৬ ইং, জি আর নং ১৪১, ধারা নং ৩৯৫/৩৯৭। বরগুনা সদর থানায় মামলা নং ৫, তারিখঃ ০২/১০/১৬ ইং, জি আর নং ৪২৮, ধারা নং ৩৯৫/৩৯৭। বিএমপির এয়ারপোর্ট থানায় মামলা নং ১০, তারিখঃ ১৮/০৭/১২ ইং, ধারা ৩৯৫/৩৯৭। মঠবাড়িয়া থানায় মামলা নং ২৮, তারিখঃ ২৬/১০/২২ ইং, জি আর নং ৩১০, ধারা নং ৩৯৫/৩৯৭। ঝালকাঠির সদর থানায় মামলা নং ২০/১২, তারিখঃ ২২/০৬/১২ ইং, ধারা নং ৩৯৯/৪০২ পেনাল কোড, বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের প্রবাসী মো.মনির হোসেন ঘরামীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ঘরের পিছনের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয় ডাকাত দল। এ ঘটনায় গত বুধবার (৭ ফেব্রুয়ারী) গৃহকর্তা মনির হোসেন ঘরামী বাদী হয়ে থানায় একটি মামলা করেন (মামলা নং-৬) ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। মামলার পর মহিষকান্দি গ্রাম থেকে মৃত্যু ইয়াছিন সিকদারের ছেলে আঃ কুদ্দুস সিকদার (৫০) এবং একই গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে পান্না হাওলাদার (৩৫) কে আটক করা হয়েছিল।

ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ চার ডাকাতকে খুলনা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ডাকাতির দায় স্বীকার কোর্টে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।