ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুতে প্রাণ কেরে নিল আরও ৩ জনের

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গৌরনদী উপজেলার তাসলিমা (৪০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. জলিল (৫৫) এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধানিসাফা এলাকার আমির আলি (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৫৬ রোগী।

এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৫০ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১৮ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৩১, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৭৬৭ জন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৪১৭ জন।