ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪

বরিশালে কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৮, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক উদ্ধার করা হয়। অভিযুক্ত ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবন জেলার লামা উপজেলার বাসিন্দা।

জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষকউদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রহিমা।

প্রতিবেশীরা জানান, ইউসুফ মৃধা শ্বশুরবাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তবে এর সঙ্গে বড় একটি চক্র জড়িত আছে।

পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে স্বামী ও স্ত্রী ওখান থেকে পালিয়ে যান। পরে ওই বসতঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়।