ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অধিক দামে পণ্য বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২০, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অধিক দামে পণ্য বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বগুড়া রোড, বটতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর ও মো. শাহরুখ আলম শান্তনু।

অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় নগরীর বটতলা বাজার সংলগ্ন হাট সুপার সপসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। অভিযানে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।