নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সামাজিক, সেচ্ছাসেবী, রক্তদান ও সেবামূলক সংগঠন বন্ধু মহল সামাজিক সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মোঃ কাওছার হোসেন কে সভাপতি ও মোঃ ফিরোজ হোসেন কে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ১৯ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় উজিরপুর মোল্লা পার্কের গেষ্ট রুমে আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।
এদিকে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ’বন্ধু মহল সামাজিক সংগঠন বন্ধু চলো যাই মানব সেবায় এই শ্লোগান দিয়ে অন্যতম অঙ্গীকার করেন সুশীল সমাজ, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন, পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ দূর্নীতিমুক্ত সমাজ গঠন করবে।
বন্ধু মহল সামাজিক সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি মোঃ কাওছার হোসেন বলেন, আমরা চাই উজিরপুর উপজেলার যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়া বার। এজন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। একারণেই আমরা বন্ধু মহল সামাজিক সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালোকাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাবো। বন্ধু মহল সামাজিক সংগঠনের অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে ’বন্ধু মহল সামাজিক সংগঠনের’ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক অনেক লোক জন।
বন্ধু মহল সামাজিক সংগঠনের ৩৫ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন সভাপতি মোঃ কাওছার হোসেন, সিনিয়ার সহ-সভাপতি মোঃ পলাশ মৃধা, সহ-সভাপতি লিটন মাহমুদ, সহ- সভাপতি শংকর রায় শংঙ্কু, সহ-সভাপতি মোঃ এনামুল হক, সহ-সভাপতি মোঃ রুবেল রাড়ী, সহ-সভাপতি মোঃ পারভেজ আহম্মেদ, সহ-সভাপতি প্রতাপ মল্লিক, সহ-সভাপতি মোঃ শাওন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান রেজভী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সালমান রাজু, দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবু হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল, কোষাধ্যক্ষ কৌশিক গৌলদার, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দিদার, ধর্ম বিষয়ক সম্পাদক কিশোর রায়, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজু হাওলাদার, ক্রিড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ খাদিজা আক্তার, কার্যকারী সদস্য মোঃ নাঈমুর রহমান নাঈম, কার্যকারী সদস্য মোঃ রাশেদুল ইসলাম, কার্যকারী সদস্য বিপুল বিশ্বাস, সদস্য রিপন মন্ডল, সদস্য মোঃ মমিন হাওলাদার, সদস্য মোঃ কামরুল।
সংগঠনের নব গঠিত সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাবো। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবো। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা কাজ করবে। আমাদের বন্ধু মহল সামাজিক সংগঠনটি অর্থের অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাবে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির কমিটির নেতৃবৃন্দরা।