ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান রাজীব, ভাইস চেয়ারম্যান সালাম ও জাহানারা বেগম নির্বাচিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভোট শেষ হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাত ১১ টায় বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়।

বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রাজিব আহম্মদ তালুকদার। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৮৬৫ ভোট। রাজীব যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তার মা পারভীন তালুকদার আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন।

রাজীবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৯৪ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদের কামরুল ইসলাম খান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৫ ও ফিরোজ আলম খান দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭০ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবদুস সালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।