ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ে শিক্ষক বরখাস্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১১, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক মাইদুল ইসলামকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করা হয়।

শনিবার (১১ মে) বিষয়টি জনসম্মুখে আসলে নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে স্কুলটির ষষ্ঠ শ্রেনীতে ডিজিটাল প্রযুক্তি ক্লাশ নিতে যান ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ক্লাশ নেয়ার একপর্যায় তিনি এক ছাত্রীর গায়ে আপত্তিকরভাবে হাত দেন। এবং স্বামীকে কিভাবে সন্তুষ্ট রাখতে হয় সেই ব্যাপারে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক এস এম ফকরুজ্জামান বলেন, অভিযুক্ত মাইদুল ইসলাম একজন খন্ডকালিন শিক্ষক।

আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থী আল জাবেদকে কারণ দর্শানোর নোটিশ তার বিরুদ্ধে এর আগেও ছাত্রীদেরকে কোচিং করতে বাধ্য করার অভিযোগ পাওয়া যায়। তখনও তাকে সতর্ক করা হয়। এবার শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে অভিযোগকারী শিক্ষর্থীর পরিবার চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।