নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে নিজগৃহ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলায় ঘরের বারান্দায় ঝুলন্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নানা রোগ ও অর্থনৈতিক সংকটে ভোগায় তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান।
বৃদ্ধ সেকান্দার আলী হাওলাদার (৭৫) ওই গ্রামের মৃত নোয়াব আলী হাওলাদারের ছেলে। তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
স্থানীয়রা জানান, সেকান্দার আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ও অর্থনৈতিক সংকটে ভুগছিলেন।বুধবার সকালে প্রতিবেশীরা বারান্দার আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে তিনি গলায় ফাঁস দিয়েছেন।
ওসি আশিকুজ্জামান বলেন, বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।