
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির ৩১ দফা তুলে ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর বিকেলে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন,মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু।
মাধবপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ হোসেন ফরাজী’র সভাপতিত্বে এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নিজামুল হাসান ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, দেশ পুনর্গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়-সুশাসন নিশ্চিত করতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মশালা শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত “ধানের শীষে ভোট দিন” আহ্বান প্রচার করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।


