ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৪, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

পিরোজপুরের নেছারাবাদের একটি আবাসিক হোটেল থেকে মো. ইদ্রিস আলী নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) সকালে নেছারাবাদ থানাসংলগ্ন হোটেল রিলাক্সের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত ইদ্রিস আলী উপজেলার মিয়ারহাট বন্দরের একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দৈহারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বরইবাড়ি গ্রামে। গত ২২ মে রাত থেকে ওই হোটেলের কক্ষে অবস্থান করছিলেন তিনি।

হোটেল ম্যানেজার জুয়েল হোসেন জানান, সকাল আটটার দিকে তাকে একাধিকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া পাইনি। পরে হোটেল কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করে সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন।

দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত বুধবার রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে বন্ধ পান।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা বলেন, গত বুধবার সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুদিন পর্যন্ত রাতে বাসায় আসেননি। আজ সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আতাহার আলী জানান, মৃত্যুর ঘটনা আমি শুনেছি। ইদ্রিস আলীর বাবা কয়েকদিন আগে মারা গিয়েছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ি খুব কাছাকাছি। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নদীর ওপারে হোটেলে কেন দুদিন ধরে বসবাস করছে সেটা আমার জানা নেই। বিষয়টি দুঃখজনক।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, ব্যবসায়ী নিজের কক্ষেই আত্মহত্যা করেছে বলে প্রাথামিকভাবে বোঝা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।