ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় বসতঘরে চুরি করতে বাধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় বসতঘরে চুরি করতে বাধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

বরগুনা সদরে সিঁধ কেটে বসতঘরে চুরির সময় বাধা দেয়ায় ফাতিমা (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে চোরের দল।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃবধূর স্বজনরা জানান, রাতে প্রথমে সোহাগ হাওলাদার নামে এক সংবাদকর্মীর বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা চালায় চোরের দল। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। এর কিছু সময় পর একই গ্রামের মৃধা বাড়ির শাহিন মৃধার ঘরে সিঁধ কেটে চোরের দল ঘরে ঢুকলে গৃহবধূ ফাতিমা (২৭) টের পেয়ে যান। বাধা দিলে চোরের দল তাকে কুপিয়ে ঘরে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা ফাতিমার ডাক-চিৎকার শুনে মেজ জা হেনা বেগম ছুটে আসেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফাতিমাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত ফাতিমার জা হেনা বলেন, ‘ডাক-চিৎকারে ছুটে এসে দেখতে পাই ফাতেমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। পরে প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’