ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১০, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নাজিরপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

 

পিরোজপুরের নাজিরপুরে গাছ থেকে পড়ে হানিফ দড়ানি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের রুহিতলার মালিবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ দড়ানি রুহিতলা এলাকার ভদ্দর আলী দড়ানির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী কাজী জানান, ওই বৃদ্ধ পেশায় একজন কৃষক। তার নিজস্ব নৌকায় গাবের কষ দিয়ে গাওয়ানি দিতে গাব সংগ্রহ করতে যান। এ সময় গাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ফেরদাউস দড়ানি বলেন, আমার বাবা সকালে বাগানে গাব পাড়তে যান। এ সময় গাছে উঠলে তিনি সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, ওই বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।