নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩৪২০ কেজি মাছ জব্দ
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বরগুনার পাথরঘাটা ও বাদুতলা খালে অভিযান চালিয়ে ৩ হাজার ৪২০ কেজি সামুদ্রিক মাছসহ পাঁচটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৩ জুলাই) বিকেলে পাথরঘাটা ও বাদুরতলা খালে অভিযান চালিয়ে মাছ ও ট্রলার জব্দ করেন তারা।
কোস্টগার্ড জানায়, অভিযান চালিয়ে ৫টি ট্রলার থেকে ১২ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৪২০ কেজি নানা প্রজাতির সামুদ্রিক মাছসহ ট্রলারগুলো জব্দ করা হয়েছে। তবে, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে গেছে। জব্দকৃত মাছ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাথরঘাটা জয়ন্ত কুমার অপুর কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান জানান, উপকূলীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড মাছ শিকারে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে অভিযান চালায়। এসময় ৫টি ট্রলারসহ মাছ ফেলে পালিয়ে যায় অসাধু জেলেরা। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।