ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠিতে ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধকে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::স্বরূপকাঠিতে ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধকে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠি থানার পূর্ব শত্রুতার জের ধরে সোহরাব হাওলাদার নামে এক ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধ কে বিরুদ্ধে কে রড দিয়ে পিটিয়ে দু হাত ও দু পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার সকাল দশটার দিকে গুয়ারেখা ইউনিয়নের ভরত কাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে স্বরূপকাঠি থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সোহরাব হোসেন ওই এলাকার মৃত হাসেম আলীর ছেলে ও একজন কৃষক।
আহতর ছেলের শামীম জানান, দীর্ঘদিন ধরে আমাদের সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষ সত্তার ফকিরের ছেলে মাকসুদ ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
প্রায় সময় আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে মাকসুদ ও তার ভাই মাহমুদ সহ পরিবারের লোকজন বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়।
বিষয়টা নিয়ে প্রতিবাদ করায় ঘটনার দিন মঙ্গলবার সকাল দশটর দিকে সোহরাব হোসেন শ্রীরাম কাঠি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে আসার পথে দক্ষিণপাড়া মেম্বার বাড়ির সংলগ্ন স্থানে তাকে পথরোধ করে প্রতিপক্ষ মাকসুদ মাহমুদ সহ তাদের সহযোগীরা।
একপর্যায়ে সোহরাব কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে হাত-পা ভেঙে দেয় মাকসুদ ও তার স্ত্রী নাসরিন, ছেলের সিয়াম, ভাই মাহমুদ, মাহমুদের স্ত্রী সালমা সহ অজ্ঞাত চার পাঁচ জন সন্ত্রাসী।
স্বরূপকাঠি থানা পুলিশের এসআই হাফিজুল ইসলাম জানান, হামলার ঘটনা ঘটেছে, তবে আহতের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।