ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০২

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১২, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০২।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট সাত হাজার ১৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাত হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।