ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে ২ ব্যবসায়ীকে কু*পি*য়ে হ*ত্যা*র ঘটনায় জড়িতদের ফাঁ*সি*র দাবিতে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৯, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মোঃ কাওছার হোসেন :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সাতলায় আলোচিত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাসির দাবিতে সাতলা বাজার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। এসময় বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মোঃ ফারুক বিশ্বাস,স্থানীয় মোঃ শিরাজ বিশ্বাস, সাতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস বালি, সাবেক ইউপি সদস্য মোঃ মোনাফচ্ছের হাওলাদার। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী মোসাঃ রেশমা বেগম, নাবালক ছেলে নাফিজ আহমেদ, নায়েব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাজার হাজার নারী-পুরুষ। উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে সাতলা গ্রামের ব্যাবসায়ী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই ওসমান গনি(সাগর) হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে অভিযুক্ত কিবরিয়া হাওলাদার, ইলিয়াস হাওলাদার, ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জনকে এজাহার ভূক্তসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যা মামলা আসামি কবির বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। বাকী আসামিদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুব্ধরা অচিরেই হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা। পরিশেষে সাতলা ইউনিয়ন পরিষদের সামনে সাতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস বালির সভাপতিত্বে ও মাওলানা রহমতুল্লাহ বিশ্বাস ধর্মবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিসাস এর সঞ্চালনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও ছরোয়ার হোসেন।