ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪

নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করছেনা পুলিশ, ঘুরছে প্রকাশ্যে  

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

এম আর কামরুল :: নলছিটিতে পুলিশের নাকের ডগায় সাজাপ্রাপ্ত আসামী ঘুরে বেড়ালেও অজ্ঞত কারণে গ্রেফতার করছেনা পুলিশ। বাদীকে অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে  সাজা প্রাপ্ত আসামী জিল্লুর রহমান কুদ্দুসের বিরুদ্ধে ।

জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার পরমপাশা গ্রামের ও মল্লিকপুর গাজিবাড়ির মৃত্যু গনি সরদারের ছেলে মোঃ হুমায়ূন সরদার এর ঝালকাঠি বিজ্ঞ ২য় জজ আদালতে চেক জালিয়াতি এন আই এক্টের ১৩৮ ধারার দায়ের কৃত মামলায় নলছিটি উপজেলার তৌকাঠি গ্রামের নলছিটি ফেরিঘাট সড়কে (মেরির বাসার ২য় তলায়) ভাড়াটিয়া মৃত হিঙ্গুল উদ্দিন হাওলাদারের ছেলে বিডিআর বিদ্রোহে চাকুরীচুত হাওয়া বিডিআর সদস্য,তৌকাঠী কৃষক লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ জিল্লুর রহমান কুদ্দুস এর বিগত ২৯/৫/২৪ ইং তারিখের রায়ে ১বছর কারাদন্ড সহ বর্ণিত অর্থদণ্ডে দণ্ডিত হয়। এরপর থেকে সাজাপ্রাপ্ত আসামি কুদ্দুস নলছিটি শহর সহ ঝালকাঠিতে বীর দর্পে ঘুরে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না।

গত ৭ সেপ্টেম্বর রাত আনু: ১০টার দিকে বাদী হুমায়ুন সরদার ঝালকাঠির যাওয়ার পথিমধ্যে বারই করন গ্রামের বড়ৈ বাড়ির মোড় এলাকায় হুমায়ুন সরদার কে সাজাপ্রাপ্ত আসামী কুদ্দুস সহ তার সাথে থাকা অজ্ঞাত নামা ৩জনে অস্ত্র ঠেকিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হুমায়ুন সরদার জীবন রক্ষা পায়। এ ব্যাপারে ১২ সেপ্টেম্বর হুমায়ূন সরদার নলছিটি থানা জিডি করতে গেলে ওসি মুরাদ আলি বিষয়টি অভিযোগ হিসেবে গণ্য করে।

নলছিটি থানার ওসি মুরাদ আলি বলেন, আসামিকে দেখিয়ে দিলে আমরা গ্রেফতার করবো।
একটি সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের সময় জিল্লুর রহমান কুদ্দুস পিলখানা মার্কেট এর দায়িত্বে নিয়োজিত ছিল। বিডিআর বিদ্রোহের সময় কুদ্দুস মার্কেট থেকে বহু মালামাল সহ ২টি পিস্তল নিয়ে তার নিজ বাড়িতে আসে। মালামাল রেখে পুনরায় পিলখানায় ফিরে যায়। এরপর বিডিআর বিদ্রোহের ঘটনায় তার চাকুরী চুত হাওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়