নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অভ্যন্তরীন ১০ রুটের লঞ্চ বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীন ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য হয়েছে। এ কারণে বরিশাল বিভাগের বিভিন্নস্থানে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে।
যা আরো ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। এ কারণে ঝড়ো বাতাস বইছে। নদনদীর পানি বাড়বে। তাই সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নৌ বন্দরে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকেল সাড়ে চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীন ১০ টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।