ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪

হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের আরও ৪ সেনা নি*হত

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :: হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের আরও ৪ সেনা নি*হত

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে সম্মুখযুদ্ধে ইসরায়েলের আরও ৪ সেনা নিহত হয়েছেন। সোমবারের (১১ নভেম্বর) লড়াইয়ে তারা নিহত হন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনার বিস্তারিত জানায়নি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ জানায়, উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা নিহত হয়েছেন। তারা হলেন, স্টাফ সার্জেন্ট ওর কার্টজ (২০), স্টাফ সার্জেন্ট নেভ ইয়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) ও স্টাফ সার্জেন্ট ওফির ইলিয়াহু (২০)।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়াল।

এদিকে আইডিএফের বরাত দিয়ে সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, একই দিন উত্তর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম মেজর ইতমার লেভিন ফ্রিডম্যান।উত্তর গাজা শহরের জাবালিয়ায় ইসরায়েলি অভিযানের সময় হামাসের একটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের আঘাতে তিনি নিহত হয়েছেন।

সিনহুয়া নিউজ বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৮৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।