
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা চালু, ১২ কোটি টাকায় সরাসরি মিলবে নাগরিকত্ব।
চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক অভিবাসীবিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন তিনি। যেটিকে গ্রিনকার্ডের চেয়েও শক্তিশালী আখ্যা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।
দেশটিতে বসবাসের জন্য ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ১০ লাখ ডলার খরচ করলেই মিলবে স্বপ্নের দেশে স্থায়ী বসবাসের সুযোগ। অর্থাৎ বাংলাদেশি টাকায় গুনতে হবে ১২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার বেশি।
এছাড়াও মার্কিন প্রতিষ্ঠানে চাকুরিসহ দেশটিতে প্রবেশ করতে চাইলে গুনতে হবে এর দ্বিগুণ অর্থাৎ ২০ লাখ ডলার। বুধবার (১০ ডিসেম্বর) থেকে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসার জন্য আবেদনের ওয়েবসাইট চালু হয়েছে।
বুধবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ব্যবসায়ীদের সাথে আলাপকালে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসার জন্য ওয়েবসাইট চালুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানান, এই স্কিমের সুযোগসুবিধা সম্পর্কে। এই ভিসার আওতায় ১০ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন কোনো ব্যক্তি।
কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার জন্য দিতে হবে ২০ লাখ ডলার। ট্রাম্পের দাবি, এই ভিসার আওতায় যোগ্য ও মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে মার্কিন কোম্পানিগুলো।
ট্রাম্প বলেন, এটা অনেকটা গ্রিনকার্ডের মতোই। কিন্তু আরও বেশি সুযোগসুবিধা থাকবে। কোম্পানিগুলো তাদের পছন্দের কর্মীকে রেখে দিতে পারবেন কার্ড কিনে। কারণ অন্যান্য সময় আপনারা যাকে নিয়োগ দিচ্ছেন তারা এই দেশে নাও থেকে যেতে পারে। এবার রাখার নিশ্চয়তা মিলবে।
গ্রিন কার্ডের সাথে ট্রাম্প গোল্ড কার্ডের তফাত ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। জানান, শুরুতে আবেদনকারীকে ১৫ হাজার ডলার জমা দিতে হবে প্রসেসিং ফি বাবদ। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পাবে এই অর্থ। যা ফেরতযোগ্য নয়। এরপর যাচাই করা হবে আবেদনকারীর নথিপত্র। যাচাইপ্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে ১০ লাখ ডলার জমা করতে হবে মার্কিন কোষাগারে। বিশেষ পরিস্থিতিতে দিতে হতে পারে অতিরিক্ত ফি-ও।
এর আগে গত সেপ্টেম্বরে এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রামের আওতায় দক্ষ বিদেশী কর্মীদের আবেদন ফি কয়েকগগুণ বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করে একটি আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।


