নিউজ ডেস্ক :: বিএনপি সরকার বদলের তানপুরা বাজাচ্ছে
বিএনপি-জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে হৈচৈ করছে। এর ভেতরে বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে তাতে দেশের অর্থনীতি ও মানুষের জানমাল এবং শান্তি নষ্ট হচ্ছে। নির্বাচন নিয়ে হৈচৈ এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল-বদলের একই সূরে তানপুরা বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এ সময় স্থানীয় পর্যায়ে জোটে আওয়ামী লীগ ও জাসদের বিরোধ নিয়ে ইনু বলেন, খন্দকার মুশতাকের দালালেরা দলকে দুর্বল করার চেষ্টা করে। আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই। মুশতাকের মতো ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোকে আমরা আমলে নিচ্ছি না।