নিউজ ডেস্ক :: বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দুদেশ গঠনে মানচিত্র প্রকাশ করল ভারতের সেনাকর্মকর্তা।
বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দুদেশ…’, ‘ফর্মুলা’ বাতলে দিলেন প্রাক্তন সেনা কর্তা!
এমন শিরোনামে গত ৫ ডিসেম্বর ২০২৪ সংবাদ প্রকাশ করে ভারতের দ্যা হিন্দুস্তাত টাইমস পত্রিকা।এই সংবাদ প্রকাশের পর থেকেই বাংলাদেশে উঠে তীব্র নিন্দার ঝড়।বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই করছেন প্রতিবাদ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতে সরব হয়েছেন অনেকেই। এই আবহে এবার বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্যে এক পৃথক ‘হিন্দুদেশ’ তৈরির ‘ফর্মুলা’ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন সেনা কর্তা জেনারেল জিডি বক্সি।
জিডি বক্স সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে। তার নাম – ‘হিন্দুদেশ’। মূলত রংপুর, দিনাজপুর এলাকা নিয়ে সেই ‘পৃথক দেশ’ গঠনের ফর্মুলা দিয়েছেন অবরপ্রাপ্ত এই মেজর জেনারেল।
জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। ১৯৭১ সালে ৩৮০০ জনেরও বেশি ভারতীয় সৈন্য, নাবিক এবং বায়ুসেনার যোদ্ধারা এই দেশকে ঘাতক পাকবাহিনীর হাত থেকে মুক্ত করতে তাঁদের জীবন দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ। যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে তবে এটি একটি সম্ভাব্য সমাধান।’ এরপরই বাংলাদেশ ভাগের সেই ছবিটি আপলোড করা হয়েছে। এর আগে একটা সময়ে সোশ্যাল মিডিয়াতে বহু বাংলাদেশি ভারত ভেঙে দেওয়ার দাবিতে পোস্ট করেছিলেন। তাঁদের কথায়, উত্তরপূর্ব ভারত নাকি বাংলাদেশের অংশ। আবার বাংলাদেশের নাম করা প্রফেসর অসমের বিচ্ছিনতাবাদীদের সাহায্য করার জন্যে দাবি জানিয়েছিলেন। এবার ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা কর্তার বক্তব্য – দেশ তৈরি করতে পারলে, দেশ ভাঙতেও পারি।