ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের দারুণ জয়ের দিনে রোমাঞ্চ ছড়াল খুলনা-বরিশাল

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ক্রিয়া ডেস্ক :: চট্টগ্রামের দারুণ জয়ের দিনে রোমাঞ্চ ছড়াল খুলনা-বরিশাল

সিলেটের জিততে তখন প্রয়োজন ৭ বলে ২০, হাতে আছে ১ উইকেট। এমন অবস্থায় আহমেদ শরিফের করা ১৪তম ওভারের শেষ বলটা ছক্কায় উড়িয়ে দিলেন নাঈম আহমেদ। শেষ ওভারে ১৪ রানের সমীকরণেও আশা দেখেছিল সিলেট। তবে ইফরান হোসেনের বলে নাঈম আউট হতেই ১৪ রানের জয়ের আনন্দে মাতে চট্টগ্রাম।

চট্টগ্রামের অনায়াস জয়ের দিনে রোমাঞ্চের সবটা দেখিয়েছে খুলনা ও বরিশাল। ম্যাচের শেষ বল পর্যন্ত খেলেছে দুই দল। তাতে ম্যাচের পরতে পরতে উত্তেজনা ছড়িয়ে ১ রানের জয় পেয়েছে খুলনা। বরিশালের ওপেনার আব্দুল মজিদের মন্থর ব্যাটিংয়ের সঙ্গে দারুণ বোলিংয়ে ম্যাচটা নিজেদের করে নিয়েছে খুলনা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট আউটার স্টেডিয়ামে খেলতে নামে চট্টগ্রাম ও সিলেট। ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রানেই থামে সিলেটের ইনিংস

চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ স্কোর করার পথে একটি মাইলফলক স্পর্শ করেন তামিম। ফিফটি করার মধ্যে দিয়ে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম অর্ধশতক স্পর্শ করেন এই বাঁহাতি। মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। তোফায়েল আহমেদের বলে আউট হওয়ার আগে করেন ৩৩ বলে ৬৫। হাঁকিয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কা। স্ট্রাইকরেট ছিল ১৯৬.৯৭। এছাড়া ১৭ বলে ২৯ রান করেছেন মাহমুদুল হাসান জয়।

জবাব দিতে নেমে সিলেট জয়ের পথেই ছিল। ওপেনার তাওফিক খান তুষার একাই দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি ৩৬ বলে ৭ চার ও ৬ ছক্কার মারে ৭৬ রান করে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিলেটের ইনিংস।

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো জিসান আলম এই ম্যাচে কোনো রান না করেই আউট হয়েছেন। এরপর আর দাঁড়াতে পারেনি কেউ। পুরো ইনিংসে চার ব্যাটার আউট হয়েছেন কোনো রান না করেই। এখানেই ছিটকে যায় সিলেট।

অন্য ম্যাচে নুরুল হাসান সোহানের ৩৫ বলে ৩৯ ও এনামুল হক বিজয়ের ১৮ বলে ২৪ রানের দুটো ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের স্কোর পায় খুলনা। জবাব দিতে নেমে ওপেনার মজিদের ওয়ানডে সুলভ ইনিংসে পিছিয়ে পড়ে বরিশাল। ফিফটি করলেও মজিদ বল খেলেছেন ৫৩টি। করেছেন ৫১ রান!

এরপরও চেষ্টা করে গেছেন মইন খান। তার ২৭ বলে ৪৩ রানের ইনিংসও বরিশালকে জয় এনে দিতে পারেনি। তার ৪টি চার ও ১টি ছক্কায় সাজানো ইনিংসটি তীরে গিয়ে তরী ডুবে যাওয়ার আফসোস বাড়িয়েছে শুধু।