ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার জন্য দুদেশের মধ্যে দ্ব*ন্দ্ হচ্ছে, ও দেশে ফিরে যাক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: হাসিনার জন্য দুদেশের মধ্যে দ্ব*ন্দ্ হচ্ছে, ও দেশে ফিরে যাক

সারাদেশে ঐতিহাসিক ছাত্রজনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনার। এরপর থেকে পালিয়ে হাসিনা আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এতোদিন পর শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে ভারতীয় বাসিন্দারা। তারা বলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাটিয়ে দেয়া হোক। আবার শেখ হাসিনাকে নিয়ে সেখানকার অনেকেই বলছেন ভিন্ন কথা। এই প্রতিবেদনে সেসব নিয়ে থাকছে আলোচনা, শেখ হাসিনার ব্যাপারে ভারতীয়দের কে কী ভাবছেন।

একজন ভারতীয় নাগরিক বলেন, হাসিনার জন্যই দুদেশের মধ্যে এসব হচ্ছে। হাসিনা তার দেশে ফিরে যাক।

আরেকজন ভারতীয় বলছিলেন, প্রাণ বাচানোর জন্য বা যে কারণেই হাসিনাকে আশ্রয় দিক ভারত, এটা ঠিক হয়নি।

গত কয়েক মাস দুদেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য ছাড়াও স্থলবন্দরগুলিতে যাত্রী পারাপারের সংখ্যা একলাফে ১০ শতাংশে নেমে এসেছে। সবকিছুর মূলে শেখ হাসিনাকে দোষারুপ করা হচ্ছে। ভারতীয় এক নাগরিক বলছিলেন, শেখ হাসিনা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক। শেখ হাসিনা তো আরেক দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে ভারতে কেন আশ্রয় দেয়া হবে? তাকে অন্য কোথাও জায়গা দেয়া হোক।

এছাড়া অনেক ভারতীয় নাগরিক বলছেন, হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় দুদেশের কুটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে, পরবর্তীতে তাকে বাংলাদেশে পাটিয়ে দেয়া উচিৎ। আমরা ওকে গার্ড করতে গিয়ে আমাদের অশান্তি আমরা পোহাবো না।

এদিকে দুদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে দুদেশের নাগরিকরা।