ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবারও নতুন কর্মসূচি দিল, বিএনপি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৯, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সরকার পতনের একদফা দাবিতে তিন দফা টানা অবরোধের পর আবারও আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

 

রিজভী বলেন, ‘গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত নেতাকর্মীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলীসহ সারা দেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’

এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী। তিনি বলেন, চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের জন্য তাদেরকে অভিনন্দন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

ফের নতুন কর্মসূচি দিল বিএনপি
পুলিশ হত্যা : রিমান্ড শেষে খসরু-স্বপন কারাগারে
রিজভী জানান, অবরোধ ছাড়া রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। পোশাক শিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিকসহ ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতা-কর্মীদের জন্য আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারা দেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে এই দোয়া মাহফিল হবে।

রোববার থেকে ডাকা অবরোধের আগে গত দুই সাপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি। গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয়, যা শুক্রবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হচ্ছে।