ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল ২০২৫ : বরিশালের নেতৃত্বে এবারও তামিম ইকবাল

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ক্রিয়া ডেস্ক :: বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সর্বশেষ আসরে তামিম ইকবালের নেতৃত্বে দারুণ ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। আসন্ন মৌসুমেও বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম।

সর্বশেষ আসরে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ছিল সবদিক থেকেই দারুণ শক্তিশালী। হেভিওয়েট কুমিল্লাকে থামিয়ে দিয়ে শিরোপা জিতেছিল তামিমের বরিশাল। আসন্ন মৌসুমেও বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম। এবারও শিরোপার অভিযানে মাঠে নামবে ফরচুন বরিশাল।

 

তামিমের অধিনায়ক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দলের অনুশীলনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে মিজানুর বলেছেন, ‘আমরা চেয়েছি সেরা দল করার। তামিমের নিজের প্রত্যাশা। প্রত্যাশা অনুযায়ী সে দল তৈরি করেছে। আমরা (শাহীণ শাহ) আফ্রিদিকেও এড করেছি। আমরা প্রতিপক্ষকেও মনে করি তারাও অনেক ভালো দল। প্রস্তুত হয়েই আমরা মাঠে নামতে চাই। তামিম জার্নি করে এসে মাঠে নেমে গেছে ফুল সেশন ব্যাট করেছে। আমরা আত্মবিশ্বাসী আমাদের দল নিয়ে।’

আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল।

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, আলি মোহাম্মদ, খান জাহান্দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহীন শাহ আফ্রিদি।