নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ঢোল-বাদ্য বাজিয়ে মহানগর ছাত্রদলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর ও জেলা ছাত্রদল। এ উপলক্ষে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রনির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান সহ অন্যান্যরা। বক্তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। এরপর বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ঢোল-বাদ্য বাজিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। র্যালি চলাকালে আকস্মিকভাবে কিছু কর্মীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় হাতাহাতি হলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সরিয়ে দিলে দ্বন্দ্বের অবসান হয়। আলোচনা সভা ও র্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।
এর আগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহানগর ছাত্রদল। র্যালির নেতৃত্ব দেন নাভিদ খান তুষার সাধারণ সম্পাদক বরিশাল মহানগর ছাত্রদল । র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।