নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, এমপি গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ও বিকেলে উপজেলায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি।
এলজিইডির বাস্তবায়নে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মজিদ খান সড়ক, রহমতপুর খানপাড়া থেকে নমোরহাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাংসদ গোলাম কিবরিয়া টিপু। এছাড়াও দক্ষিণাঞ্চালের আয়রণ ব্রিজ পুনঃনির্মাণ প্রকল্পের আওতায় রহমতপুর খানপুরা সড়কের ৮০০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও চাঁদ পাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আলাউদ্দিন রাজ, মাধবপাশা ইউনিয়নের জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার বেপারী, যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, ইউপি সদস্য মোঃ মোবাশ্বের হাওলাদার, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জেলানী সাযোয়াল, হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও ইউপি সদস্য আবদুস সালাম, মোঃ মাসুদ পারভেজ, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মাইনুল সরদার,বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার ছাত্র সমাজের সভাপতি মাহেদুল ইসলাম মুন্না, রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি সুমন হোসেন শাওন, খালেদ হোসেন শান্ত, জিহাদ, কাইয়ুম, তামিম, রাজিব, সোহেল,শুভ, রাকিব হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারন।