
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বেলস্ পার্কে তিন দিন ব্যাপী ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর উদ্যোগে নগরীর বেলস্ পার্কে তিন দিন ব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) শুরু হয়ে তিন দিনব্যাপী এই প্রকাশনা উৎসব চলবে আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিন প্রকাশনা স্টল পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সংস্কৃতি সম্পাদক হাফেজ আতিকুল্লাহ, সাবেক বরিশাল মহানগর সভাপতি বায়জীদ বোস্তামী, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল জেলা পশ্চিমের সাবেক সভাপতি হাফেজ আব্দুল আলীম।
এ সময় ছাত্রশিবিরের এমন উদ্যোগের প্রসংসা করে একে সময়োপযোগী আয়োজন বলেন মহানগর আমির। দীর্ঘদিন শিবিরকে মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষের কাছে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে। তারা মানুষের কাছে নিজেদের প্রকাশ করার সুযোগ পায় নি। এখন সময় এসেছে তাদের কার্যক্রম তুলে ধরার, সাধারণ মানুষের কাছে নিজেদের সুন্দর আদর্শকে ছড়িয়ে দেয়ার। তাদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই।
ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম এ সময় আমন্ত্রিত মেহমানদের প্রকাশনা সামগ্রীর স্টল ও গ্যালারিগুলো ঘুরিয়ে দেখান।
মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন আমরা আমাদের সুন্দর আদর্শকে, ইসলামের দাওয়াতকে মানুষের কাছে প্রচার করতে পারিনি। ২৪ এর অভ্যুত্থানের পরে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। আমাদের এই উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ২৪ এর প্রকাশনায় জুলাই বিপ্লবকে ফুটিয়ে তোলা হয়েছে, সাধারণ ছাত্ররা এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে ক্যান্ডার, ডায়েরি, স্টিকার কিনে নিচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, বায়তুল মাল সম্পাদক আব্দুর রহমান সুজন, মাদ্রাসা সম্পাদক হাফেজ মুহিব্বুল্লাহ আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন প্রমুখ।