
মোঃ ইলিয়াছ খান :: বৃহস্পতিবার মোঃ মিজান মাতুব্বার পিতা পরশউল্লালা মাতুব্বার সালথা উপজেলার ফরিদপুর। এই অগ্নিকাণ্ড মিজান মাতুব্বরের দুটি ঘর দুইটা গরু সহ ঘরের যত আসবাবপত্র ছিল সব কিছু পুড়ে মাটির সাথে মিশে যায় এমনকি তাদের গায়ের একটা পোশাক ছাড়া এর দ্বিতীয় পোশাকটাও বের করতে পারেনি এতে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মিজান ও তার বাবা পরশউল্লালা মাতুব্বারের এলাকাবাসী জানায় এরা রান্না করে খাবে এমন কোন পাত্র নেই সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ সময় সালথা উপজেলার ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন মিজান মাতুব্বরের দুটি ঘর দুইটা পুরোপুরি মাঠের সাথে মিশে গেছে সেটা দেখার মতো। আগুনটা কিভাবে লেগেছে এটা কেউ শনির্দিষ্ট ভাবে আমাদেরকে জানাতে পারেনি তবে অনেকেই বলে যে রান্না ঘর থেকে আগুনে সত্য কথা ঘটানোর ঘটেছে এ ব্যাপারে সালথা উপজেলার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ। তারা এই অসহায় দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেন।