ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাতের আধাঁরে প্রবাসীর দেয়াল ভেঙ্গে দেওয়ার অভি.যোগ : মামলা না নিয়ে আপসের প্রস্তাব ওসির

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: প্রবাসীর ক্রয়কৃত জমি দখলের জন্য রাতের আধাঁরে হামলা চালিয়ে সাতজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে জমির ওপর থাকা সীমানা দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামের।

ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে সহিদুল আলম ফারুক অভিযোগ করে বলেন, বিগত ৮ বছরপূর্বে আমার সৌদি প্রবাসী ছোট ভাই বিপ্লব হোসেন উত্তর সাকোকাঠী গ্রামের জনৈক বদরুল আলম ও তার বোন হোসনেয়ারা বেগমের কাছ থেকে সাড়ে চার শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। গত বুধবার (২৯ জানুয়ারি) ওই জমিতে দেয়াল দেওয়ার পর দালান করতে গেলে তাতে বাঁধা প্রদান করে কাজ বন্ধ রাখার জন্য থানায় লিখিত দেয় স্থানীয় সামচুল হক মোল্লা।

পরবর্তীতে পুলিশের অনুরোধে আমরা কাজ বন্ধ রাখি। কাজ বন্ধ রাখার পরও ওইদিন দিবাগত রাতেই সামচুলের ছেলে শুভ মোল্লার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদের পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে দালানের জন্য সেখানে রাখা রড-সিমেন্ট লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার আমরা সামসুল ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগ করে তিনি আরও বলেন, সামসুল ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পর রহস্যজনক কারনে অভিযোগের কোন তদন্ত না করেই হামলাকারীদের সাথে আপস হওয়ার প্রস্তাব দেয় ওসি ইউনুস মিয়া। হামলাকারীদের পক্ষে ওসির এমন প্রস্তাবে আমরা বিব্রত। তবে এবিষয়ে জানতে অভিযুক্ত শুভ মোল্লা মোবাইলে ০১৫১১১২৪০১২ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিবাদীর সাথে আপসের কোন প্রস্তাব দেওয়া হয়নি। আমাদের সালিশী করার কোন এখতিয়ার নেই। তবে উভয়পক্ষ বিষয়টি নিয়ে বসার কথা বলছে বিধায় তাদের সময় দেওয়া হয়েছে।