ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সার্বিক উন্নয়ন ক.র্মকা.ণ্ড বাস্তবায়ন করতে হবে, সচিব এএইচএম সফিকুজ্জামান

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে, এটিই আমরা চাই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। আজ রোববার (২ জানুয়ারি) নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালের উন্নয়ন ভাবনায় মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বরিশাল হচ্ছে অবহেলিত একটি অঞ্চল। আমরা এ এলাকার উন্নয়ন চাই। সম্ভাবনাময় অঞ্চল হলেও উদ্যোগ গ্রহণ সংকটে এখনও অবহেলিতই রয়েছে। অঞ্চলের অনেক স্থানে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই। ভোলার মনপুরা উপজেলাবাসী বিদ্যুৎ সংকটে ভুগছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিদ্যুৎ এর পর্যাপ্ত উৎপাদন থাকলেও ওখানের বাসিন্দারা সন্ধ্যার পর কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পেয়ে থাকেন। দিনের বাকি অংশ বিদ্যুৎহীন কাটাতে হয়। অথচ গ্যাসের খনি ভোলা। এখানের গ্যাস উৎপাদন করে দেশের অন্যান্য স্থানে সরবারাহ করা হচ্ছে। কিন্ত এই অঞ্চলের মানুষ সংকটে রয়েছে। এসব ক্ষেত্রে আমরা উন্নয়ন শতভাগ নিশ্চিত চাই।

সফিকুজ্জামান বলেন, অঞ্চলের পর্যটন এলাকা অপার সম্ভাবনাময়ী। এ খাতও দেশের উন্নয়নে ভুমিকা রাখছে। এক্ষেত্রে পর্যটন এলাকাকে উন্নয়নের মধ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। সব সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র নজরদারী কামনা করছি।বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, চেম্বার অব কমার্স এর সভাপতি এবায়দুল হক চান, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: শেখ মো: তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বরিশালের উন্নয়নের লক্ষ্যে একাধিক সংকট ও বিড়ম্ভনার কথা তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। তারা বিভিন্ন দপ্তরের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। এর মধ্যে জেলা খাল পুনরুদ্ধার, ভাঙ্গা-কুয়াকাটায় রেলপথ নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে সরবরাবহ, কর্মসংস্থান সৃষ্টিতে কল-কারখানা নির্মাণ, ব্যবসা ও বাণিজ্যে উদ্যোক্তাদের সহায়তাসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।