ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাভা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন  প্রভাষক মোঃ প্রিন্স হোসেন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া ::
বানারীপাড়ার ঐতিহ্যবাহী গাভা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মো: প্রিন্স হোসেন। রবিবার সকালে সভাপতি নির্বাচিত হওয়ার পরে বিদ্যালয়ে আগমন করলে বিদ্যালয়ের বাদক দল প্রথমে তাকে বরণ করে। এর পরে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ, এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাকে ফুলেল।শুভেচ্ছায় সিক্ত করা হয়। নবনির্বাচিত সভাপতি এ সময় বক্তব্যে বলেন বিদ্যালয় অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের প্রথম কাজ হলো পড়াশোনা করা এবং নিয়মিত স্কুলে আসা। শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ সময় তিনি বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন পরিহার করতে বলেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে তিনি বক্তব্য আরো বলেন। গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও বি এন পি নেতা মোঃ মাহাবুব হোসেন, গাভা হাই স্কুলের দায়িত্বরত প্রধান শিক্ষক স্বপন কুমার বৈদ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন গাভা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও বি এন পি নেতা জনাব ফিরোজ কবির, অভিভাবক সদস্য জনাব রেজাউল ইসলাম, বি এন পি নেতা জনাব জাহাঙ্গীর হোসেন হাওলাদার , জমিদাতা ঘোষ পরিবারের সদস্য জনাব সুকান্ত ঘোষ দস্তিদার নান্টু ঘোষ, ছাত্রদল নেতা কাওসার আহমেদ সজিব খান সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।