ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পুলিশ কনস্টেবলসহ ৬ জনের বি.রু.দ্ধে যৌ.তুক মা.মলা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পুলিশ কনস্টেবলসহ ৬ জনের বি.রু.দ্ধে যৌ.তুক মা.মলা।

পুলিশ কনস্টেবল স্বামীসহ সহ ৬জনের বিরুদ্ধে ১০ লাখ টাকার যৌতুক মামলা করেছেন স্ত্রী। বিচারক মামলাটি আমলে নিয়ে সিলেট থানার ওসি কে আসামিদের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম ওই আদেশ দেন। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সোহবার খান সড়কের বাসিন্দা খাদিজা আকতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- পুলিশ কনস্টেবল স্বামী শেখ রানা, শেখ সাদি, শেখ নাসির, আমির আলি, সেলিনা বেগম, নয়ন বেগম। এদের সবার বাড়ি সিলেটের সুনামগঞ্জের বিশ্বনাথপুর গ্রামে। বাদি খাদিজা আক্তার মামলায় উল্লেখ করেন ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি শেখ রানার সাথে বিয়ে হয়।
আসামি বর্তমানে সিলেট পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত আছে। যৌতুকের ১০ লাখ টাকা না পেয়ে আসামিরা বাদিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে । এছাড়া যৌতুকের টাকার জন্য দা দিয়ে মাথায় কোপ দেয়। গত ৩০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। সোমবার বাদি আদালতে হাজির হয়ে মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।