ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অপা.রেশন ‘ডে.ভি.ল হা.ন্ট’ শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু হয়েছে। সন্ধ্যায় ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সাড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

গাজীপুর ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এর আগে, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর পাওয়া যায়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল সেখানে যায়। পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে গাজীপুর সদর থানার ওসি মো. আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

 

গতরাতের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গাজীপুরে। অপরাধীদের ধরতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকার দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় গাজীপুর ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।