ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সহকর্মীদের সঙ্গে ম.দ্য.পান করতে গিয়ে গুরুত্বপূর্ণ নথি হারালেন সরকারি কর্মকর্তা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক  :: রাতে সহকর্মীদের সঙ্গে মদ্যপান করতে গিয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি হারিয়ে ফেলেছেন জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ওই নথিগুলোতে মাদক চোরাচালানে জড়িত সন্দেহভাজনদের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ইয়োকোহামায় পাঁচ ঘণ্টার আড্ডায় ওই কর্মকর্তা নয় গ্লাস বিয়ার পান করেন। পরে তিনি ট্রেনে করে নিজের শহর সুমিদায় ফেরার পথে তার ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগ হারানোর বিষয়টি তিনি ট্রেন থেকে নামার পর বুঝতে পেরেছিলেন।

 

জাপানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ‘গুরুতরভাবে জনসাধারণের বিশ্বাস ক্ষুণ্ন হয়েছে’ এবং তারা এর জন্য ‘গভীরভাবে দুঃখিত’।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, হারিয়ে যাওয়া ব্যাগে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাচালানকারী ও গাঁজার বীজ গ্রহণকারীর নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ নথি ছিল।

এছাড়া, ওই ব্যাগে একটি ল্যাপটপও ছিল, যেখানে সেই কর্মকর্তার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা কাস্টমস ও ট্যারিফ ব্যুরোর সঙ্গে যুক্ত ছিলেন, তবে তার নাম প্রকাশ করা হয়নি।

জাপানে ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে মদ্যপানের প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরে। ধারণা করা হয়, এটি আলোচনার পরিবেশকে আরও স্বচ্ছন্দ করে তোলে। তবে এ ঘটনায় সরকারি নথির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তথ্যসূত্র: বিবিসি