ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের গ্রাম আদালতে ১৫৮৪টি মা.মলা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বরিশালের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপ পরিচালক গৌতম বাড়ৈ। সভায় বিগত একবছরের বরিশাল জেলার গ্রাম আদালতের অগ্রগতি উপস্থাপন করা হয়। বরিশাল জেলায় ২০২৪ সালে মোট মামলা দায়ের হয়েছে ১৫৮৪টি। যার মধ্যে জেলা আদালত থেকে ১১৯টি মামলা প্রেরন করা হয়েছে। নি¯পত্তির হার ৯২ শতাংশ। বরিশাল বিভাগের ৩৯টি গ্রাম আদালতে ৫ হাজার ১৩৯টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৬৮৯টি নিষ্পত্তি করা হয়েছে।