ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আ.ন্দো.লন-সং.গ্রাম করেছে দেশে একটা গণতা.ন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের আসল উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেটা এখনো হয়নি। আমরা চাই বিএনপি সাংগঠনিক দিক থেকে একটা শক্তিশালি সংগঠনে পরিণত হোক। বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আউয়াল মিন্টু বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ ষাট হাজার প্রহসনমূলক মামলা দায়ের করা হয়েছে। বিএনপির ৬২ লক্ষ নেতাকর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে। বিএনপি যে কারণে সংগ্রাম করেছে তাতে প্রাথমিকভাবে বিএনপি সফল হয়েছে। একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। তারপরও সংগঠনকে আরো গঠনমূলক করতে হবে।

তিনি বলেন, অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই সরকার শুধু সংস্কার সংস্কার করছে, আমরাও সংস্কারে বিশ্বাস করি। কিন্তু সংস্কার সংস্কার করে যেন আমাদেরকে জনগণের সরকার থেকে, গণতান্ত্রিক সরকার থেকে, অধিকার থেকে যেন বঞ্চিত না করেন এজন্য প্রয়োজন একটা সুসংগঠিত সংগঠন।

আউয়াল মিন্টু আরও বলেন, উদার রাজনৈতিক দল হিসেবে বিএনপি এদেশের মানুষের সাংবিধানিক, মানবাধিকার, ভোটের অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধ সংগ্রাম করে আসছে এই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।