ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬ জন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬ জন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নিলুফা (৫৫), বানারীপাড়া উপজেলার সেনেহুয়ারা (৬০), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সেতারা (৬০) ও মঠবাড়িয়া উপজেলার ফরিদা (৫৫)। তাদের মধ্যে নিলুফা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৪৭৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬৮৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৭১ রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৪, পটুয়াখালীতে ৩২, পিরোজপুরে ৫১, ভোলায় ৯, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে সাত জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।