
নিউজ ডেস্ক :: মাঠে হার্ট অ্যা*টাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু সমকালকে জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।
টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন তামিম। জানা গেছে, হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।